জরুরী পাসপোর্ট করার নিয়ম ২০২৩ Emergency Passport Application, পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক

জরুরী পাসপোর্ট করার নিয়ম। জরুরী ভিত্তিতে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে গেলে অনেক সময় আমাদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট সংগ্রহ করার প্রয়োজন হয়। এখন আপনি নিজে নিজেই আপনার জরুরী ভিত্তিতে পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে চলুন জেনে নেই কিভাবে জরুরী পাসপোর্ট এর আবেদন করবেন। 

অনলাইন থেকে পাসপোর্ট এর এর আবেদন করতে গেলে সাধারনত আমরা দুই ধরনের আবেদন পদ্ধতি দেখতে পাই। এটা হচ্ছে নরমাল ডেলিভারি যেটা ১৫ দিন সময় নেয় আর অন্যটি হলো জরুরী ডেলিভারি যেটা ৭ দিন সময় নেয়। কিন্তু আপনারা যদি জরুরী ভিত্তিতে দ্রুত পাসপোর্ট করতে চান তাহলে কিভাবে করবেন?  সাধারণত সাধারন পাসপোর্ট করার নিয়ম মোতাবেক জরুরী পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করতে হয়। 

জরুরী পাসপোর্ট করার নিয়ম ২০২৩

জরুরী পাসপোর্ট করতে হলে আপনার (https://www.epassport.gov.bd) এই ওয়েবসাইটে গিয়ে Express Delivery অপশন দিয়ে পাসপোর্ট আবেদন করতে হবে। এর পাসপোর্ট এর ফি জমা দেওয়ার সময় ব্যাংকে আপনি অতি জরুরী পাসপোর্ট ফি প্রদান করবেন। এরপর আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট এর জন্য তাদেরকে জরুরী পাসপোর্ট এর কথা বলবেন।

অনলাইন থেকে সরাসরি আলাদা ভাবে ‍(Super Express Delivery) অতি জরুরী পাসপোর্ট এর আবেদনের সিস্টেম এখনও চালু হয় নাই। সাধারন ভাবে অনলাইনে Express Delivery সিলেক্ট করে অনলাইনে আবেদন করবেন এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় Super Express Delivery এর আবেদন ফি পরিশোধ করবেন।

ব্যংক কর্মকর্তার সাথে কথা বললে তিনি আপনার নিকট থেকে Super Express Delivery ফি গ্রহন করবে এবং পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে Super Express Delivery ফি সম্পর্কে জনাবেন। তারপর সেই কর্মকতা বাকি কাজ সম্পন্ন করবে।

See also  ভূমি উন্নয়ন কর: জমির খাজনা দেওয়ার নিয়ম 2023 Land Tax Banlgadesh ldtax.gov.bd

জরুরী পাসপোর্ট ফি? 

অতি জরুরী পাসপোর্ট ফি পাসপোর্টের ধরন অনুযায়ী আলাদা হয়। তবে সেটা সাধারন পাসপোর্ট এর নিময় মতই।

  • ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট যেটার ৫ বছর মেয়াদ সহ ৮,৬২৫ টাকা
  • ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট যেটার ১০ বছর মেয়াদ সহ ১০,৩৫০ টাকা
  • ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট যেটার ৫ বছর মেয়াদ সহ ১২,০৭৫ টাকা
  • ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট যেটার ১০ বছর মেয়াদ সহ ১৩,৮০০ টাকা

উপরের তথ্য গুলো Epassport.gov.bd থেকে নেওয়া হয়েছে।

অতি জরুরী পাসপোর্ট করার  ক্ষেত্রে ধরন অনুযায়ী ব্যাংক এর চালানের মাধ্যমে ফি দিয়ে আবেদন স্লিপ সংগ্রহ করতে হবে। 

জরুরী পাসপোর্ট এর আবেদন কি কিভাবে প্রদান করবেন?

অতি জরুরী পাসপোর্ট এর ফি অনলাইন পদ্ধতি ব্যবহার করে অথবা অফলাইনের মাধ্যমে পাসপোর্ট ফি প্রদান করা যায়

অফলাইলে আপনি দেশের সকল সরকারি বেসরকারি ব্যাংকের চালান দিয়ে অতি জরুরী পাসপোর্ট এর ফি পরিশোধ করতে পারবেন। 

আর অনলাইনে ekpay ব্যবহার করে পাসপোর্ট এর ফি প্রদান করতে পারবেন।

যেই সকল পেমেন্ট পদ্ধতি রয়েছে সেগুলো হচ্ছে-

  • বিকাশ
  • রকেট
  • নগদ
  • উপায়
  • মাস্টার কার্ড
  • ভিসা কার্ড
  • ডেমনি
  • আমেরিকান এক্সপ্রেস
  • ওকে ওয়ালেট
  • ব্রাক ব্যাংক
  • ব্যাংক এশিয়া
  • সিটি ব্যাংক
  • ই.বি.এল 
  • ইউ.সি.বি
  • ডাচ্ বাংলা ব্যাংক
  • এবি ব্যাংক
  • মিডল্যান্ড ব্যাংক
  • এমবিএল রেনবো

জরুরী পাসপোর্ট করার নিয়ম ২০২৩ Emergency Passport Application Urgent Delivery
জরুরী পাসপোর্ট করার নিয়ম ২০২৩: urgent passport fee

কিভাবে ২ দিনে পাসপোর্ট করা যায়?

২ দিনে পাসপোর্ট করতে হলে Super Express Delivery অপশন ব্যবহার করে আবেদন করতে হবে। ফি প্রদানের সময় এবং পাসপোর্ট কর্মকর্তার নিকট অতি জরুরী পাসপোর্ট এর বিষয়টি জানান।

এক্ষেত্রে সাধারনত ২ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়। নতুন যারা পাসপোর্ট এর আবেদন করবেন তাদের জন্য একই নিয়ম। তবে এর আগে যারা পাসপোর্ট করেছেন তাদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা পরিবর্তন না করে আবেদন করতে পারবেন।

পাসপোর্ট রি-ইস্যু করার সময় স্থায়ী ঠিকানা যদি পরিবর্তন করতে চানা থাকলে থানায় পুলিশ ভেরিফিকেশন হবে।

See also  পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন আবেদন Police Clearance Certificate Apply process

পাসপোর্ট স্ট্যাটাস চেক

পাসপোর্ট এর আবেদন করার পর ই পাসপোর্ট এর ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করবেন।

জরুরী পাসপোর্ট করার নিয়ম ২০২৩ Emergency Passport Application Urgent Delivery
জরুরী পাসপোর্ট করার নিয়ম ২০২৩

তারপর এখানে অনলাইনে রেজিষ্ট্রশন আইডি OID অথবা অ্যাপ্লিকেশন আইডি দিন। এরপর জন্ম তরিখ (দিন/মাস/বছর) তারপর ক্যাপচা ভেরিফিকেশন ক্লিক করে চেক বাটনে ক্লিক করলে আপনার বর্তমান পাসপোর্ট কি অবস্থায় আছে সেটা চেক করতে পারবেন।

জরুরী পাসপোর্ট ডেলিভারী পেতে কত দিন লাগে?

জরুরী পাসপোর্ট দুই কর্মদিবসের মধ্যে ডেলিভারি পাওয়া যায়।

পাসপোর্ট এর জন্য তিন ধরনের আবেদন রয়েছে।

  • সাধারণ পাসপোর্ট
  • জরুরী পাসপোর্ট
  • অতি জরুরী পাসপোর্ট

অনলাইনে পাসপোর্ট আবেদনের অফিসিয়াল সাইটে আবেদনের ক্ষেত্রে দুইটি সিস্টেম রয়েছে। এখনও অতি জরুরী অপশ সরাসরি আবেদনের সুযোগ নেই। 

উপরে যেই নিয়ম বলেছি সেই অনুযায়ী আপনি জরুরী ভিত্তিতে পাসপোর্ট এর আবেদন করতে পারবেন।

পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট নম্বর দিয়ে আপনার পাসপোর্ট কিভাবে চেক করবেন তা নিয়ে আজকে আলোচনা করবো। একজন ব্যক্তি বাহিরের দেশে ভ্রমন বা কাজের উদ্দ্যেশে গেলে পাসপোর্ট এর প্রয়োজন পড়ে। আর মূলত বিদেশ যাওয়ার জন্যই আমরা পাসপোর্ট করে থাকি। পাসপোর্ট এর আবেদন করার পর পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়।

এমন অবস্থায় আমাদের পাসপোর্ট টি তৈরি হয়েছে কিনা বা বর্তমানে আমাদের পাসপোর্ট এর অবস্থা চেক করার প্রয়োজন পরে। কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে পাসপোর্ট চেক করতে হয়। আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানাবো।

আপনার যদি পাসপোর্ট চেক করা জরুরী হয় তবে তা কিছু শর্তসাপেক্ষে চেক করে নিতে পারেন। যেমন যারা বিদেশ ভ্রমনের আগে BMET প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছে বা যাদের BMET সনদ রয়েছে।

পাসপোর্ট চেক করার জন্য আপনার মোবাইলে অথবা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে নিচের নিয়মগুলো ফলো করুন।

প্রথমে পাসপোর্ট এর ওয়েবসাইট www.epassport.gov.bd লিংকে প্রবেশ করুন। এরপর Application Status অপশন থেকে আপনার ডেলিভারি স্লীপে থাকা পাসপোর্ট Application ID এবং Date of Birth টাইপ করুন। তারপর পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক করতে Search বাটনে ক্লিক করুন।

See also  ই নামজারি যাচাই, ই নামজারি চেক করার নিয়ম e Namjari check, Mutation Check

ই পাসপোর্ট হচ্ছে নতুন একটি প্রযুক্তি। শুধুমাত্র দেশের বাহিরে যাওয়া নয় এছাড়া আরো বিভিন্ন প্রয়োজনে ই পাসপোর্ট এর প্রয়োজন পরে।

প্রথমে নিচের লিংকে ভিজিট করুন এর পরে Menu অপশন  থেকে Check Status এ  ক্লিক করুন। তারপর নিচের মত এমন একটি পেজ দেখতে পাবেন।

পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক
পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক

এখানে Application ID এই ঘরে আপনার ডেলিভারি স্লীপ – Delivery Slip নম্বরটি দিন। ডেলিভারি স্লীপের ডান পাশে এমন একটি নম্বর দেখতে পাবেন।

এর পরের ঘরে আপনার পাসপোর্ট এ যেই জন্ম তারিখ দিয়েছিলেন সেই জন্ম তারিখ সিলেক্ট করবেন। এরপর Check বাটনে ক্লিক করুন। এখন আপনার ই- পাসপোর্ট এর তথ্য দেখতে পাবেন।

BMET সার্ভার থেকে পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক

এটি করতে হলে প্রথমে নিচের লিংকে ভিজিট করুন।

https://www.old.bmet.gov.bd/BMET/generalreports

এখানে Passport ID ঘরে আপনার পাসপোর্ট নম্বর দিন এবং Find বাটনে ক্লিক করুন।

পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক Passport Check by Passport Number (2)
পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক

এরপর আপনি পাসপোর্ট এর সকল তথ্য দেখতে পারবেন।

পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক Passport Check by Passport Number (2)
পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক

এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক 

পাসপোর্ট চেক করার জন্য আপনার ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে টাই করুন MRP <space> Enrollment ID এবং সেন্ড করুন 6969 নম্বরে। পরবর্তী মেসেজের রিপ্লাই এ পাসপোর্ট এর যাবতীয় তথ্য পেয়ে জাবেন।

এমআরপি পাসপোর্ট MRP Passport চেক করুন

অনেকে উপরোক্ত নিয়মে পাসপোর্ট চেক করে তবুও কিছু মানুষের মনে প্রশ্ন আছে যে, কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে পাসপোর্ট চেক করে।

সবার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো আপনি যখন পাসপোর্ট করবেন তখন আপনার স্লিপে একটি Enrollment ID থাকবে। কিন্তু আপনার পাসপোর্ট নম্বর এখােনে উল্লেখ থাকবে না। তাই পাসপোর্ট নম্বর না থাকায় আপনি সেটা দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন না। আপনার পাসপোর্ট নম্বর হাতে পাওয়ার পর তখনই দেখতে পারবেন।

পাসপোর্ট হয়েছে কিনা

এটি জানতে হলে www.epassport.gov.bd এই লিংকে গিয়ে Application নম্বর ও জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট এর বর্তমান অবস্থা চেক করতে পারবেন। পাসপোর্ট এর তথ্য চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন যে, আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা।

পাসপোর্ট ডেলিভারি চেক

পাসপোর্ট ডেলিভারি স্লীপে পাসপোর্ট ডেলিভারির তারিখ দেওয়া থাকে। কিন্তু ই-পাসপোর্ট এর ক্ষেত্রে দেওয়া থাকলেও কারো ২১ দিনের ভিতর কারো এক মাসের ভিতর এমন কি এক্সপ্রেস ডেলিভারি যে পাসপোর্ট টি রয়েছে সেটা ৫-৭ দিনের ব্যবধানে দ্রুত পাওয়া যায়।