প্রতিবছরের ন্যায় এই বছর ২০২৩ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা,ময়মনসিংহ রাজশাহী,খুলনা, দিনাজপুর চট্টগ্রাম, রংপুর ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ড সহ সকল বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশিত হয়েছে আজ (২০ ফেব্রুয়ারি) রোববার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আহ্বায়ক প্রফেসর মোঃ আবুল বাশার (আন্তঃ শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশিত হয়।
- সকল পরীক্ষা সকাল ১০ টায় পরীক্ষার রুটিন অনুযায়ী শুরু হবে।
- সকাল ০৯:৩০মিঃ এর আগে সকল পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।।
- পরীক্ষার এডমিট কার্ড কয়েকটি ফটোকপি করে রাখবেন যেন কোন কারণবশতঃ মূলকপি হারিয়ে গেলে এডমিট কার্ড এর ফটোকপি প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা চালিয়ে নিতে পারেন।
- পড়ার টেবিলের সামনে/ঘরে সদ্য পরীক্ষার রুটিনের এক কপি দেয়ালে লাগিয়ে রাখবে
- একটি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী পরীক্ষার বিষয় রুটিন দেখে সিউর হয়েই প্রস্তুতি নেওয়া শুরু করবে । অনেক সময় দুই পরীক্ষার মাঝে ৪-৫ দিন গ্যাপ থাকে। ঐ সময়কে কখনই হেলা করা যাবে না।
- পরীক্ষার দিন আগের রাতে কখনই রাত জাগা যাবে না । যত সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পরতে হবে এবং সকালে উঠে রিভিশন দিবে ।
- পরীক্ষার আগের রাতে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেনসিল, স্কেল,ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র ফাইলে রেডি করে রাখবে ।
- সাথে ২-৩ টা বল পয়েন্ট কলম রাখবে। প্রয়োজনে ভিন্ন ভিন্ন কোম্পানির কলম রাখবে এতে এক কলম দিয়ে লিখতে কষ্ট হলে কলম চেঞ্জ করে অন্য কলম দিয়ে লিখবে।
- পরীক্ষার খাতার OMR ও নৈব্যত্তিক উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর , বিষয় কোড, অতিরিক্ত খাতার নম্বর অবশ্যই ইংরেজিতে নাম্বার লিখবে এবং খুবই সতর্কতার সাথে কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করবে। লাল, নীল, পেন্সিল বা কালো জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করবে না ।
- নৈর্ব্যক্তিক প্রশ্ন হাতে পাওয়ার পর সেট কোড (ক,খ,গ,ঘ) যেটা হবে তা দেখে সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে । সেট কোড ভুল বৃত্ত ভরাট করলে আর সংশোধন হলে করা যায় না।
- পরীক্ষার্থীদেরকে তাদের নিজস্ব বিদ্যালয়ের ইউনিফর্ম ড্রেস পরিধান করেই পরীক্ষার হলে প্রবেশ করবে এবং পরীক্ষার হলের স্যার ও সহপাঠীদের সাথে উত্তম ব্যবহার করবে ও ভালো সম্পর্ক বজায় রাখবে ।
- পরীক্ষাকে ভয় পাওয়া যাবে না। পরীক্ষাকে আনন্দের সাথে অর্জিত জ্ঞানের বহিঃপ্রকাশের সুযোগ হিসেবে নিবে।
- পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন সময়ে এমন সব কাজকর্ম থেকে দূরে থাকবে যাতে অসুস্থ হয়ে যাওয়া, হাত , হাতের আঙ্গুল বা চোখ আঘাত প্রাপ্ত হতে না হয়।
- পরীক্ষার হলে সিটের আশেপাশে অপ্রয়োজনীয় কোন কাগজপত্র থাকলে তা কর্তব্যরত স্যারদের দৃষ্টিতে আনবে, বা পরিষ্কার করে ফেলে দিবে।
- পরীক্ষার হলে আসা যাওয়ার সময় সতর্কতার সহিত সময়মত আসা যাওয়া করবে। গাড়ি দিয়ে যাওয়ার সময় তারাহুরো না করে সাবধানে গাড়িতে উঠানামা করবে।
![]() |
| ssc exam routine |
How to Download SSC Exam Routine 2023 PDF
Downloading the SSC exam routine PDF can be a simple process. Here are the steps you can follow:
- Go to the official website of the education board of the SSC exam. the official website is www.educationboard.gov.bd.
- Look for the “SSC Exam Routine” or “Notice board” link on the homepage Menu of the website.
- Click on the link to open the SSC exam routine page in notice board.
- On the exam routine page in notice, you will find a link to get the SSC exam routine PDF. Click on the link to get it.
- Once the download is complete, open the PDF file to view the exam routine.
Click here to Get SSC Exam Routine 2023
Click Here to Get Dakhil Exam Routine 2023 (Mardarah)
Organization: Education Board Bangladesh
Exam Name: Secondary School Certificate
Total Boards: Eleven (Including Madrasah and Technical Board)
Exam Time: 10:00 to 11:30
Exam Starting Date: 30 April 2023
