দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়, ব্লগে গুগল এডসেন্স পেতে করনীয়, এডসেন্স পাওয়ার শর্ত, এডসেন্স রিজেক্ট করার কারন, এডসেন্স পেতে হলে ওয়েবসাইটকে কিভাবে সাজাতে হবে। কিভাবে আর্টিকেল লিখতে হবে। কোন কোন টুলস ব্যবহার করতে হবে। কি কি কজ করতে হবে কোন কোন কাজ করা যাবে না, ইত্যাদি আজকের আর্টিকেল এর মূল বিষয়বস্তু।
আমরা অনেক আশা নিয়ে একটি ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং করি। অনেক কিছুর মধ্যে দিয়ে একটি ওয়েবসাইট রেডি করে আর্টিকেল লিখে যখন এডসেন্স এর এপ্লাই করি। তখন অনেক সময় আমাদের এডসেন্স রিজেক্ট করে দেয়। তখন আমরা হতাশ হয়ে পরি।