দোকানের সুন্দর নামের তালিকা, নতুন ব্যবসার নামের তালিকা Business Name Idea for Shop

দোকানের সুন্দর নামের তালিকা বা ব্যবসার নতুন নামের তালিকা খুঁজে বের করা একটু ঝামেলা পূর্ণ। দোকানের সুন্দর নাম খুঁজে পেয়ে গেলেও দেখা যায় যে, এই নামে মার্কেটে ইতিমধ্যে দোকান রয়েছে।

নতুন ব্যবসার নাম নির্বাচন করতে অনেক সময় ভূল হয়ে গেলে ব্যবসায় ক্ষতি হওয়ার উপক্রম হয় কারন ব্যবসার লাইসেন্স ও কাগজপত্র করার পর দেখা যায় যে, এই নামে ডোনেইন নেওয়া হয়ে গেছে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল এভেইলেবল নাই। তাই নতুন দোকান বা ব্যবসার নাম নির্বাচন করার সময় খেলায় রাখতে হবে যেন নামটি ইউনিক হয় এবং এই নামে ডোমেইন এবং সোশ্যাল মিডিয়া ফেইসবুক,ইউটিউব, ইন্সটাগ্রাম হ্যান্ডেল/ইউজারনেম ও জিমেইলের ইউজারনেম ইত্যাদি খালি আছে কিনা।

Table of Contents

দোকানের সুন্দর নামের তালিকা

আজকের আর্টিকেলে বিভিন্ন দোকানের সুন্দর সুন্দর নামের তালিকা দিয়ে আপনাদেরকে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম নির্বাচনে সহায়তা করবো এবং বিভিন্ন ধরনের দোকান, মুদি দোকান, কসমেটিক্স, মোবাইল দোকান, ঔষধের দোকান সহ আরও অনেক ধরনের দোকানের নামের তালিকা উল্লেখ করবো। তবে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম নির্বাচনের পূর্বে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিৎ

নতুন দোকানের নাম নির্বাচনের আগে করণীয়

 • নতুন দোকানের নাম অবশ্যই সহজ ভাবে দেওয়ার চেষ্টা করবেন। মানুষের মুখে সহজেই উচ্চারণ হয় এমন নাম নির্বাচন করুন। ইউনিক ও ট্রেন্ড এর সাথে যায় এমন নাম রাখুন।
 • আপনি যেই ধরনের পন্য বিক্রি করবেন পন্যের ধরন অনুসারে নাম নির্বাচন করুন।
 • বেশি লম্বা নাম রাখবেন না। মাঝারি বা ছোট নাম রাখুন। যেমন- অ্যাপেল, অপো, ভিভো, ব্রান্ড গুলো মানুষের মুখে মুখে নাম রাখার জন্য এমন ছোট নাম নির্বাচন করেছে। আপনি চাইলে দুইটি ওয়ার্ড বা তিনটি ওয়ার্ড এ নাম রাখতে পারেন। যেমন- শরীফ মেলামাইন, হাজ্বী কাচ্চি ঘর ইত্যাদি
 • কপি নাম বা অন্য ব্রান্ড এর সাথে মিল রেখে নাম রাখবেন না। যেমন- Rin Power এর সাথে মিল রেখে Rim Powder এভাবে রাখলে আপনার ভ্যালু কখনই বাড়বে না। বরং দুই নাম্বার কোম্পনি হিসেবে পরিচিতি লাভ করবে।
 • নাম নির্বাচনের পূর্বে দেখুন আপনার ডোমেইন খালি আছে কিনা। এখন হয়তো আপনার দোকান বা ব্যবসার ওয়েবসাইট প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে ব্যবসা বড় করার পর আপনার ওয়েবসাইট এর প্রয়োজন হতে পারে। তাই ডোমেইন নেম চেক করে নিতে পারেন।
See also  ব্যবসায় সফল হওয়ার উপায়, কিভাবে সফল ব্যবসায়ী হওয়া যায়, How to success in business

দোকানের নামের তালিকা কিভাবে বের করবেন?

দোকানের নাম খুজে পাওয়ার অনেক ইন্টারন্যাশনাল ওয়েবসাইট রয়েছে। এই আর্টিকেলে বেশ কিছু নামের তালিকা ও নাম রাখার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। নাম রাখার ক্ষেত্রে আপনার পছন্দের ব্যপার আছে। তাই আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন দোকান ও ব্যবসার নামের উদাহরণ ক্যাটাগরি উল্লেখ করা হলো

পন্য সম্পর্কিতঃ লোটাস ফ্যাশন, ফুড কোর্ট, ফ্যাশন হাউজ, রানার অটোমোবাইল

ইংরেজী নামঃ Apple, Walton, Squire,  Printing House

সংক্ষিপ্ত নামঃ RFL, HP, ACI, HK Group

সমার্থক শব্দ: ইনসাফ বিপনি, হাকিম স্টোর, শাহি মুদিখানা

সাহিত্যিক নামঃ  কাশফুল, ঘাসফুল, পদ্মাবতী, বিচিত্রা, বাংলার ভূষণ,

ধর্মীয় নামঃ আল আরাফাহ, আল ফাতাহ, দারসুন, মদিনা গ্রুপ

নিজের নামেঃ মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজ, হক এন্ড ব্রাদারর্স, ড্রিমফুল শিমুল

এভাবে বিভিন্ন আইডিয়া নিয়ে নাম রাখতে পারেন।

দোকানের সুন্দর নামের তালিকা, নতুন ব্যবসার নামের তালিকা Business Name Idea for Shop
দোকানের সুন্দর নামের তালিকা

কোথায় থেকে ব্যবসার নামের আইডিয়া নিবেন

এছাড়া আপনি আপনার বন্ধুবান্ধব ও আত্বীয় স্বজনের কাছ থেকে দোকানের নামের আইডিয়া নিতে পারেন। এছাড়া বিভিন্ন প্রশ্নত্তর ওয়েবসাইট ফোরাম যেমন- Quora, Bisshoy ইত্যাদি সাইটে প্রশ্ন করেও নামের আইডিয়া নিতে পারেন। 

এছাড়াও বিভিন্ন বিজনেস নেম জেনারেটর ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার কিওয়ার্ড যেমন- ফুড, মেডিসিন, সেলুন ইত্যাদি দিয়ে সার্চ করলে হাজার টা নাম পেয়ে যাবেন। 

বিজনেস নেম জেনারেটর ওয়েবসাইট

আপনার ব্যবসা যদিও প্রথম দিকে ছোট হয়। তাও ভবিষ্যতে বড় হলে সেটার ওয়েবসাইট থাকলে মার্কেটিং করা সহজ হয়। তাই আপনার ইউনিক নামে যদি একটা ডোমেইন কিনে রাখেন পরবর্তীতে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। প্রতিনিয়ত নিজস্ব প্রয়োজনে ও ব্যবসায়িক কাজে বিভিন্ন ডোমেইন বিজনেস কোম্পানি ডোমেইন কিনতেছে। তাই আপনার ডোমেইন যাতে হাতছাড়া না হয়ে যায় তাই সেটি রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন।

See also  কিভাবে ব্লগিং করে সফল হওয়া যায়, ব্লগিং এ সফল হওয়ার উপায় Blogging Success Tips Bangla

অনেক আর্ন্তজাতিক ডোমেইন বিক্রতা প্রতিষ্ঠান রয়েছে যারা ডোমেইন বিক্রি করে এছাড়া বাংলাদেশি অনেক ডোমেইন বিক্রেতা কোম্পানি রয়েছে। যাদের নিকট হতে দেশি পেমেন্ট মেথড ব্যবহার করে ডোমেইন কিনতে পারবেন। 

নিচের ওয়েবসাইট গুলোতে আপনার ডোমেইন নেম খুজুন

দোকানের সুন্দর নামের তালিকা

নিচে মুদি দোকান, কাপড়ের দোকান, ইসলামিক দোকান, ঔষধের দোকান, খাবারের দোকান, কসমেটিক্স দোকান, কম্পিউটারের দোকান সহ অন্যান্য ধরনের দোকানের তালিকা দেওয়া হলো।

মুদি দোকানের সুন্দর নামের তালিকা

 • সদাইপাতি
 • নিত্যনতুন
 • পন্যঘর
 • সদাইঘর
 • মুদিখানা
 • ঘরবাজার
 • গ্রামিন বাজার
 • গ্রাম্য বাজার
 • আমিন জেনারেল স্টোর

মোবাইল দোকানের সুন্দর নামের তালিকা

 • আকাশ মোবাইল সার্ভিসিং
 • মোবাইল রিপ্রেয়ার জোন
 • মোবাইল ডাক্তার
 • মোবাইল ফিক্সিং
 • রাজু টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং
 • মোবাইল সার্ভিসিং জোন
 • মোবাইল থেরাপী সেন্টার
 • মোবাইল হাসপাতাল

কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা

 • ঝলক বস্ত্র বিতান
 • এঞ্জেল বুটিক হাউজ
 • রূপসী শাড়ি বিতান
 • শ্রেয়া ফ্রেবিক হাউজ
 • অপরূপা শাড়ি মেলা
 • মায়াবিনী বস্ত্র মেলা
 • চাঁদের হাট বস্ত্রশালা
 • ডিভাইন গার্মেন্টস
 • সোনালী ক্লথ স্টোর
 • রানী ড্রেস জোন
 • গালর্স চয়েজ
 • পার্পল বুটিক জোন
 • লেডিস চয়েজ
 • পাঁপড়ি শাড়িকালয়

ছেলেদের দোকানের সুন্দর নামের তালিকা

 • পাঞ্জাবীশপ
 • বয়েজ চয়েজ
 • জেন্টস আউটফিট
 • ম্যানস ফ্যাশন
 • মি. পারফেক্ট
 • পারফেক্ট ফ্রেবিক
 • ম্যানস টেইলর
 • রাজা টেইলার্স

ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকা

 • ইমাম’স কিচেন
 • এরাবিয়ান রেষ্টুরেন্ট
 • দ্যা এরাবিয়ান ক্যাফে
 • জমজম ফুড এন্ড ক্যাফে
 • আল্লাহর দান রেস্তোরা
 • অ্যারাবিয়ান স্যুট
 • হালাল ফ্যাশন ওয়্যার
 • আকিদাহ ফ্যাশন
 • ইসলামিক কালেকশন জোন
 • দাওয়াহ শপিং কমপ্লেক্স
 • হামিদিয়া লাইব্রেরী
 • ইসলামিয়া পাঞ্জাবি হাউজ
 • হালাল সুগন্ধি হাউজ

ঔষধের দোকানের সুন্দর নামের তালিকা

 • দাওয়াহ ফার্মেসী
 • আস্থা ঔষধালয়
 • হেকিম মেডিকেল হল
 • আকিদাহ ফার্মা
 • মেডিকেয়ার ফার্মা
 • শিফা ফার্মেসী
 • আরোগ্য ফার্মেসী
 • হামিদিয়া হোমিও ফার্মেসী
 • দেশি ঔষধালয়

কসমেটিকস দোকানের সুন্দর নামের তালিকা

 • প্রিয়শী প্রসাধনী বিতান
 • স্বপ্নপুরী কসমেটিক্স
 • বিউটি কসমেটিক্স জোন
 • রাজকন্যা বিলাশ
 • রূপের ছোঁয়া কসমেটিক্স
 • তাঁরাবাতি প্রসাধনী
 • ঝাঁড়বাতি অর্নামেন্ট
 • ফরেস্ট কেয়ার
 • নাইট কুইন অর্নামেন্ট হাউজ
 • স্কিন কেয়ার হাউজ
 • ড্রিমফুল কসমেটিক্স সেন্টার
 • প্রিন্স সাজঘর
 • সাঁঝের বাতি
 • কসমেটিক্স ফর ফিউচার
 • কসমেটিক্স হ্যাভেন শাইন
 • এঞ্জেল কসমেটিক্স ভ্যালি
 • বিউটি কেয়ার মার্ট
 • ম্যাজিক ম্যান কসমেটিক্স
See also  মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা, কিভাবে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা যায়

অনলাইন ব্যবসার নামের তালিকা

 • সাতকাহন শাড়িকালয়
 • ইয়াম্মি ফুড কোর্ট
 • টিফিন ফুড অনলাইন
 • কুইক ফুড এন্ড ক্যাফে
 • ডেলিভারি বয়
 • মমতা হুশিয়ারি
 • সোনিয়া বিউটি হাব
 • হালাল ড্রাই ফুড
 • সততা আমবাজার

খাবার দোকানের সুন্দর নামের তালিকা

 • ফ্রাই ফুডকোর্ট
 • আহার ঘর
 • শান্তি জুসবার
 • পেটুক মশাই
 • কড়াই গরম কাচ্চি
 • স্বাদে অন্যন্য
 • খাই খাই রেষ্টুরেন্ট
 • ফ্রেস ফুড ভিলা
 • স্বাদের হোটেল
 • কিং বার্গার ক্যাফে
 • সকালের সুস্বাদু নাস্তা
 • শাহি কাবার ঘর
 • শাহি কাচ্চি হাউজ
 • হাজ্বী নান্না কাচ্চি
 • অফুরন্ত বিরিয়ানি হাউজ
 • শীতল পাটি খাবার হোটেল
 • রসের হাড়ি মিষ্টি ঘর
 • চমচম হোটেল
 • সতেজ চা এন্ড রেষ্টুরেন্ট
 • ফ্রাইড চিকেন হাউজ
 • হোটেল প্যালেস
 • হেলদি মিলস

কম্পিউটার দোকানের সুন্দর নামের তালিকা

কম্পিউটারের দোকান সবসময় নিজের নামে দিলে ভালো হয়। কারন এখানে কম্পিউটারের অপারেটরের সাথে কাস্টমারদের একটা সম্পর্ক তৈরি হয়। যেখানে একটি দোকানের নাম এডভান্স কম্পিউটার এন্ড  দোকানের মালিকের নাম যদি তুহিন হয়। তাহলে সবাই মুখে মুখে তুহিন কম্পিউটার নামেই বেশি চিনে। কারন যেই লোক এখানে কাজ করবে তার নামেই বেশি পরিচিতি লাভ করবে। আর কম্পিউটারের দোকানের নাম নিজের নামে যেমন-

 • ফাহাদ কম্পিউটার এন্ড ফটোষ্টেট
 • আকাশ কম্পিউটার এন্ড প্রিন্টার্স
 • রাহাত কম্পিউটার এন্ড টেলিকম
 • সবুজ কম্পিউটার এন্ড ষ্টেশনারী
 • পদ্মা ডিজিটাল ষ্টুডিও
 • রাকিব কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার

এছড়াও বিভিন্ন সুন্দর সুন্দর নাম দেওয়া যেতে পারে। যেগুলো কম্পিউটার প্রতিষ্ঠান বা আইটি প্রতিষ্ঠান সেগুলোর আরও সুন্দর নাম দেওয়া যেতে পারে।

 • স্মার্ট কম্পিউটার এন্ড আইটি
 • স্বপ্নপূরণ আইটি পার্ক
 • গ্লোবালিক আইটি
 • ট্রেডিশনাল কম্পিউটার ক্লাব
 • ঢাকা কম্পিউটার ইন্সটিটিউট
 • হাসান কম্পিউটার ল্যাব

গর্মেন্টস দোকানের নাম

 • শিমুল গার্মেন্টস
 • আবেদিন টেক্সটাইল
 • লীলিমা টেক্সটাইল মিল
 • অ্যাঞ্জেল বুটিকালয়
 • হ্যাভেন কর্পোরেশন

মেসার্স ও ট্রেডার্স কোনটা কি?

অনেক দোকানে মেসার্স ও ট্রেডার্স লেখা থাকে। কোনো ব্যাক্তির নামে যদি দোকান থাকে তাহলে সেই  ব্যাক্তির নামের পূর্বে মেসার্স বসিয়ে দোকানের নাম রাখে যেমন- মেসার্স ঢালী ব্রিকস, মেসার্স আলী এন্টারপ্রাইজ, আর যদি কোনো অন্যের প্রতিষ্ঠান বা কারখানার পন্য এনে বিক্রি করে তখন সেখানে ট্রেডার্স লেখা হয়। যেমন- হাসান ট্রেডার্স, রফিক ট্রেডার্স ইত্যাদি।

শেষ কথা

উপরে কিছু ইউনিক নামের আইডিয়া দেওয়া হলো। নামের লিস্ট করলে লিস্ট এর কোনো শেষ নেই। তাই সংক্ষেপে কিছু কমন শপের নামের আইডিয়া শেয়ার করা হয়েছে। তবে নাম রাখাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 

এখান থেকে কোনো নাম পছন্দ হলে সেটাকে মডিফাই করে নাম রাখতে পারেন। এবং ফেইসবুক ও গুগলে সার্চ করে দেখতে পারেন যে এই নামে কোনো রেপুটেড দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা। এবং ডোমেইন নেম ও চেক করে তারপর সুন্দর একটি নাম নির্বাচন করতে পারেন।