পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number

পাসপোর্ট নাম্বার দিয়েই এখন থেকে খুব সহজে সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করে জেনে নিতে পারবেন আপনার ভিসা আসল নাকি নকল।

অনলাইনের মাধ্যমে এখন প্রায় সব দেশের ভিসা চেক করার যায়। প্রতারণা থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনার সৌদি ভিসা হাতে পাওয়ার পর চেক করে নিবেন নয়তো আপনার ভিসা নকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ভিসা চেক করে এটার সঠিক নাকি বেঠিক সেটি জানতে পারবেন এবং এটাও জানতে পারবেন কোন কোম্পানি ভিসাটি স্পন্সর করেছে এবং ভিসার মেয়াদ কতদিন এবং এটা কোন ধরনের ভিসা ইত্যাদি বিষয়গুলো। 

তবে চলুন জেনে নেই কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করবেন।

ইতিপূর্বে enjazit ভিসা চেকের ওয়েবসাইট enjazit.com.sa এখন পরিবর্তন হয়ে গিয়েছে। বর্তমানে visa.mofa.gov.sa. এই ওয়েবসাইট থেকে ভিসা চেক করা যাবে।

ভিসা কেন চেক করা জরুরী

এছাড়া আপনার মনে সন্দেহ থাকতে পারে যে, আমি কি অন্যদেশের কাজের বা ভ্রমনের পারমিট পেলাম কিনা? আপনি তো ভিসা দেখে বুঝতে পারবেন না যে এটা আসল নাকি নকল তাই আপনার হাতে যদি নকল ভিসা চলে আসে তাহলে বিদেশ যাওয়া স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।

তাই আপনার হাতে ভিসা পাওয়ার পর আপনার ভিসাটি কি বৈধ কিনা সেটি চেক করে নিবেন। আজকের ব্লগে সৌদি ভিসা চেক/যাচাই করার নিয়ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 

See also  পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক Dubai Visa check by Passport Number

পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম

আপনারা যারা সৌদি আরব ভ্রমন করবেন বা কাজের উদ্দেশ্যে যাবেন তাদের সৌদি ভিসা চেক করার প্রয়োজন হতে পারে। অথবা আমরা অনেক সময় একে অন্যের ভিসা চেক করে দেই। সেই ক্ষেত্রে সৌদি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আজকে আমরা জেনে নিবো।

যারা সৌদি যেতে চান তাদেরকে সৌদি দূতাবাস থেকে সৌদি ভিসা লাগিয়ে নিতে হয়। এরপর আপনার পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করে নিতে পারবেন।

পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করতে নিচের লিংকে প্রবেশ করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

এখানে প্রবেশ করার পর আপনার ভাষা (E) ক্লিক করে ইংরেজী করে নিবেন। তাপর Passport Number, Nationality, তারপর Visa Issuing Authority (Dhaka)ঢাকা সিলেক্ট করুন। তারপর ইমেজ কোড দিয়ে সার্চ করলেই আপনার ভিসার তথ্য দেখতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number; saudi visa check, visa check by passport number, all visa check, visa check link, saudi visa check link, how to check saudi visa, how to get saudi visa, saudi arabia visa check by passport number;
Saudi Visa check by passport number

সৌদি ভিসা চেক করার ওয়েবসাইট লিংকঃ 

এখানে আপনি (E) অপশনে ক্লিক করে ইংরেজী করে নিবেন যাতে সবকিছু বুঝতে পারেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number
(E) বাটনে ক্লিক করে ইংরেজী করে নিন
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number
Saudi Visa Check by Passport Number

  1. Passport Number এর জায়গায় এর জায়গায় আপনার পাসপোর্ট নম্বর দিন।
  2. Current Nationality  এই অপশনে Bangladesh সিলেক্ট করুন
  3. Visa Issuing Authority তে Dhaka সিলেক্ট করে দিন।
  4. Visa Type এ আপনি যেই উদ্দেশ্যে ভিসা করেছেন সেটি সিলেক্ট করবেন, যেমন work,  family, visit, hajj, Umrah ইত্যাদি
  5. Image Code এ যা লিখা থাকবে সেটা দেখে লিখে দিবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number
visa details

এরপর সার্চ বাটনে ক্লিক করলেই আপনার সৌদি ভিসার সকল তথ্য পেয়ে যাবেন। আর যদি ভিসার তথ্য না পান তাহলে সকল তথ্য যাচাই করে আবার চেষ্টা করুন। এর পরেও যদি কোনো তথ্য না আসে তাহলে আপনার ভিসাটি তৈরি হয় নি অথবা ভিসাটি অবৈধ বলে বিবেচিত হবে। এরপর প্রিন্ট বাটনে ক্লিক করে সহজেই সেটি প্রিন্ট বা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। 

See also  পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক, পাসপোর্ট নাম্বার দিয়ে Malaysia visa check
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number
প্রিন্ট বাটনে ক্লিক করুন: 

সৌদি ভিসা বাংলা অনুবাদ করবেন কিভাবে?

যখন কম্পিউটার দিয়ে সৌদি ভিসা চেক করে সেটার তথ্য পেয়ে যাবেন সেই তথ্য গুলো সহজেই অনুবাদ করতে পারবেন নিচের দেখানো নিয়মে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number
Translate to English লেখার উপর প্রেস করুন

প্রথমে এমন ভিসার তথ্য আসবে। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে এখানে মাউস এর রাইট বাটনে ক্লিক করুন। এখানে একটা অপশন পেয়ে যাবেন Translate to English এটার উপর ক্লিক করুন। 

এরপর ব্রাউজার এর উপরের অংশে একটা ল্যাঙ্গুয়েজ বার দেখতে পাবেন। এখানে থ্রিডট আইকন পাবেন (নিচের ছবিতে দেখুন) এখানে ক্লিক করলে Choose another language অপশনটি পেয়ে যাবেন এখন এটির উপর ক্লিক করুন। এরপর অনেগুলো ভাষার তালিকা শো করবে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number
ল্যাঙ্গুয়েজ বার অপশন দেখুন

এখানে আপনি যেই ভাষায় অনুবাদ করতে চান সেটা সিলেক্ট করুন। যেহেতু বাংলায় অনুবাদ করবো তাই এখানে বাংলা সিলেক্ট করে নিলাম।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number ল্যাঙ্গুয়েজ বার অপশন দেখুন
সৌদি ভিসা বাংলা অনুবাদ

তারপর  Translate লেখার উপর ক্লিক করলেই পুরো পেইজের ভিসার সকল তথ্য বাংলায় অনুবাদ হয়ে যাবে। নিচের চিত্রে দেখানো হলো

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক Saudi Visa Check by Passport Number ল্যাঙ্গুয়েজ বার অপশন দেখুন
সৌদি ভিসা বাংলায় অনুবাদ

এভাবে ভিসা চেক করতে পারবেন এবং ভিসার তথ্য বাংলায় বা অন্য যে কোনো ভাষায় অনুবাদ করে সহজেই বুঝে নিতে পারবেন ভিসার মধ্যে কি কি তথ্য দেওয়া আছে।