পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করা একদম সহজ। মালয়েশিয়া ভিসা চেক করার জন্য মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিসাটি কি বৈধ নাকি। অনলাইনে সকল দেশের ভিসা চেক করা যায়। প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনার ভিসাটি অনলাইনে চেক করে নিবেন।
মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আপনার মালয়েশিয়ার ভিসাটি চেক করে নিবেন, ভিসা চেক না করলে আপনি প্রতারণার স্বীকার ও বিপদে পড়তে পারেন। এই আর্টিকেলে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মালয়েশিয়া ভিসা চেক করার প্রক্রিয়া দেখাবো।
ভিসা চেক কেন জরুরী
ইদানিং প্রচুর দালাল দিয়ে সব জায়গায় সয়লাভ হয়ে গেছে। যারা বিভিন্ন মানুষদের লোভ দেখিয়ে পাসপোর্ট এর উপর নকল ভিসা লাগিয়ে দিতে পারে। অনেক দালাল অবৈধ ভিসা আপনাকে ধরিয়ে দিতে পারে। আপনি যেই দেশে কি কাজে যাচ্ছেন সেটা জানা জরুরী। এছাড়া ভিসা নকল হলে বিভিন্ন আইনি সমস্যায় পড়তে পারেন। তাই অবশ্যই ভিসা চেক করাটা অনেক জরুরী।
মালয়েশিয়া ভিসা চেক
eservices.imi.gov.my ওয়েবসাইট থেকে আপনার মালয়েশিয়ার ভিসা চেক করে নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে এপ্লিকেশন নম্বর লিখে সার্চ করলেই ভিসার তথ্য পেয়ে যাবেন। এছড়া কলিং ভিসার পাতায় যেই কোম্পানির রেজিষ্ট্রেশন নম্বর দেওয়া থাকে সেটা দিয়েই ভিসা চেক করে নিতে পারবেন।
![]() |
মালয়েশিয়া ভিসা চেক ২০২৩ |
মালয়েশিয়া কলিং ভিসা চেক
মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে ভিজিট করুন: eservices.imi.gov.my/myimms/PRAStatus লিংকে। এরপর কলিং ভিসার পেপারে কোম্পানি রেজিষ্ট্রেশন নাম্বার (যেমন-987456-V) এটা লিখে সার্চ করুন। উক্ত কোম্পানিতে আবেদন করা সবার নাম ও পাসপোর্ট এর লিস্ট থেকে আপনার নামটি খুজে ভিসা চেক করতে পারবেন।
মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন ০৩ (তিন) টি উপায়ে।
- পাসপোর্ট নাম্বার দিয়ে
- কোম্পানির রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে
- অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে চাইলে ক্লিক করুন এই লিংকে: eservices.imi.gov.my/myimms/FomemaStatus। এরপর এখানে আপনার পাসপোর্ট নাম্বার ও দেশ সিলেক্ট করুন। এরপর Carian বাটনে ক্লিক করুন। তারপর আপনার তথ্য ঠিক থাকলে আপনি ভিসার তথ্য দেখতে পারবেন। স্ট্যটাস জানতে পারবেন।
![]() |
Malaysia visa check online |
ওয়েব পেইজে সবকিছু মালয়েশিয়ার ভাষায় লিখা থাকবে। তাই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তাই এই লিংকে ভিজিট করুন। এখানে ইংরেজিতে দেখাবে
একই ঠিকানা: https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus?lang=en
কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভিসা চেক
কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে সকল কর্মীদের লিস্ট বের করা যাবে। অতপর সেই লিস্ট থেকে পাসপোর্ট নাম্বার ও নামের তথ্য থেকে ভিসার স্ট্যটাস দেখতে পারবেন।
![]() |
মালয়েশিয়া ভিসা চেক |
অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসা চেক
অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করতে ভিজিট করুন eservices.imi.gov.my/myimms/PRAStatus। অতপর অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে সঠিকভাবে সার্চ দিন। তারপর আপনার ভিসার তথ্য দেখতে পারবেন।
![]() |
অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক |
মালয়েশিয়া ই ভিসা চেক
ই ভিসা চেক করার জন্য Malaysia eVisa Check লিংকে ভিজিট করুন। এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার সামনে এমন একটি পেইজ শো করবে। এখানে ইংরেজীতে আপনার পাসপোর্ট নাম্বার ও স্টিকার নাম্বার লিখুন।
![]() |
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক |
ক্যাপচা কোড পূরণ করুন। তারপর চেক করার পূর্বে I have obtained my eVISA. (আমি ইতিমধ্যে ই ভিসা পেয়েছি) টিক মার্ক দিন। তারপর চেক বাটনে ক্লিক করলে। আপনার ই ভিসার সকল তথ্য দেখতে পারবেন।
মালয়েশিয়া ভিসার বিভিন্ন তথ্যের অর্থ ও ব্যখ্যা
Permohonan diterima অর্থ আবেদন গৃহিত হয়েছে।
Baru অর্থ আবেদন গ্রহণ হয়েছে ও ইমিগ্রেশন দ্বারা প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি পাঠান।
Lulus অর্থ ইমিগ্রেশন কর্তৃক আবেদন অনুমোদিত হয়েছে। পেমেন্ট ও স্টিকারের জন্য রেডি হয়েছে। FOMEMA চেক করুন।
Tolak অর্থ আবেদন প্রত্যাখান করা হয়েছে।
Batal অর্থ আবেদন বাতিল করা হয়েছে।
Bayar অর্থ আবেদন ফি প্রদান করা হয়েছে। স্টিকার প্রিন্ট রেডি হয়েছে।
Cetak অর্থ স্টিকার প্রিন্ট করা হয়েছে এবং সংগ্রহের জন্য রেডি হয়েছে।
Tangguh অর্থ মালয়েশিয়া ইমিগ্রেশন স্থগিত করেছে।