আপনার যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে সেটি খোজার পূর্বে নিকটস্থ থানায় জিডি বা সাধারণ ডায়েরী করা আবশ্যক। বিশেষ করে যদি ইলেক্ট্রনিক্স বা ডিজিটাল ডিভাইস সেটা হতে পারে মোবাইল ফোন/ল্যাপটপ অথবা অন্যান্য ডিভাইস। এই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় সাধারণ ডায়েরী করা। সাধারন ডায়েরী বা জিডি করার পর উক্ত থানা পুলিশ এই জিডির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বা দায়ীত্বরত অফিসারকে অত্র জিডির তদন্ত করতে আদেশ করবেন।
সাধারন ডায়েরী বা জিডি কি?
GD= General Dairy (সাধারণ ডায়েরী) ইংরেজী শব্দ যার সংক্ষিপ্ত রূপ জিডি। জিডি হচ্ছে অপরাধ বিষয়ক বা অন্যান্য সংবাদ (তথ্য) বিষয়ক রেজিষ্ট্রেশন। যা থানায় আইনিভাবে লিপিবদ্ধ রাখা হয়। যদি কখনও কোনো কিছু হারিয়ে যায় বা কেউ তার জীবনে খারাপ কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে বলে মনে করে বা কোথাও কোনো অপ্রিতিকর বা ক্ষতি হয়ে যাবে এমন ঘটনা ঘটার সম্ভাবনা আছে বলে মনে হয় তাহলে সেই ব্যক্তি থানায় উক্ত ব্যপারটি জানিয়ে একটি নথি রেজিষ্টার করবে সেটিই হচ্ছে জিডি বা সাধারন ডায়েরী। আমাদের জীবনে বিভিন্ন কারনে এই জিডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি কখনও কোনো হুমকির স্বীকার হই বা কেউ স্কুলে গেলে রাস্তায় উক্তত্যের স্বীকার হয় বা কারো কোনো কিছু হারিয়ে গেলে বা যে কোনো বড় ধরনের সমস্যায় আমরা জিডি করার কথা ভাবি। তাই কিভাবে জিডি করবেন এটা নিয়েই আজকের আলোচনা:-